TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

অধিকার খর্ব পুর চেয়ারম্যানদের, পুরকর্মী নিয়োগ কেন্দ্রীয়ভাবে

বঙ্গ নিউস, ২৩ নভেম্বর, ২০২০ঃ গ্রুপ ডি স্টাফ বাদ দিয়ে পুরসভার কর্মী নিয়োগ করবে ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। আগে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কেবলমাত্র কলকাতা পুরসভার কর্মী নিয়োগ হত। বাকি রাজ্যের পুরসভায় ও পুরনিগমের কর্মী নিয়োগ করত পুর চেয়ারম্যান। এবার থেকে কেন্দ্রীয়ভাবেই নিয়োগ হবে রাজ্যের সমস্ত পুরসভা ও পুরনিগমগুলিতে।

আরও পড়ুন ট্রোলিং এর জেরে ফেলুদা ফেরত এর ক্রেডিট কার্ড বদল

ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমেই এই নিয়োগ হবে। ১১৮টি পুরসভা এবং ৭টি পুর নিগমে কর্মী নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। পুর দফতরের অনুমোদন ছাড়াই অনেক পুরসভা অতিরিক্ত কর্মী নিয়োগ করেছিল বলে অভিযোগ। কয়েক হাজার কর্মীর হদিশ পাওয়া যায় যারা কোনো অনুমোদন ছাড়াই দিনের পর দিন কাজ করে যাচ্ছিল। পুরকর্তাদের একাংশের অভিযোগ এই নিয়োগের ফলে রাজনৈতিক অসন্তোষ দেখা দিয়েছে অনেক সময়। ফলে বাধ্য হয়েই পুর চেয়ারম্যানদের হাত থেকে নিয়োগের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে সার্ভিস কমিশনের মাধ্যমে পুরকর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এইভাবে নিয়োগের ফলে স্বচ্ছভাবে নিয়োগ হবে আর যেকেউ শূন্যপদে আবেদন করতে পারবে, স্বজনপোষণের অভিযোগও থাকবে না বলেই মনে করছে পুরকর্তাদের একাংশ।