TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ডিসেম্বরে ফের মুম্বই হামলার ছক, বাড়ছে উৎকণ্ঠা

মুম্বই, ১৮ নভেম্বর, ২০২০ঃ ২০০৮ সালে ২৬ নভেম্বর জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই। ২৬/১১ ইতিহাসের পাতায় কালো দিন হিসাবে নাম লিখিয়েছিল। এবার কি ২৬/১২?  ফের মুম্বইকে টার্গেট করেছে জঙ্গি সংগঠন। তবে এবার আর নভেম্বর নয়, ডিসেম্বরের ২৬ তারিখকে বেছে নিয়েছে জঙ্গিরা। গোয়েন্দা বিভাগ সতর্কবার্তা দিয়ে এমনটাই জানিয়েছে। গোয়েন্দা দপ্তর সূত্রে খবর ২২ জনের একটি জঙ্গিদল হামলার ছক কষছে। এমনকি দলের প্রত্যেককে ২০ লক্ষ টাকার টোপ দেওয়া হয়েছে। এই সতর্কবার্তায়  স্বাভাবিকভাবেই বেড়েছে উৎকণ্ঠা। বাড়ানো হচ্ছে নিরাপত্তার বলয়।

আরও পড়ুন গরুপাচারকাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট

মুম্বই বিমানবন্দর সহ সকল বিমানবন্দরকেই সতর্ক করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে সব উড়ান সংস্থাগুলিকেও। বিমানবন্দর ও যাত্রীসুরক্ষায় নিযুক্ত সব নিরাপত্তা সংস্থাকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। দেশের বিমানবন্দরের দায়িত্বে থাকা বুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি কে সতর্কবার্তায় জানানো হয়েছে বিমানবন্দর, টার্মিনাল ও অ্যাপ্রন এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করতে। যদিও করোনার কারণে সামাজিক বিধি মেনেই প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। বর্তমানে জঙ্গি সংগঠনগুলি অনেক আধুনিক ফলে বিমানবন্দর ছাড়া যেকোনো সড়কপথেই তারা আক্রমণ করতে পারে বলে মনে করছেন নিরাপত্তা কর্তারা। অ্যাম্বুল্যান্সের উপরেও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। বিসিএস জানিয়েছে বিমানবন্দরে কর্মরত সকলের শারীরিক পরীক্ষার উপর জোর দিতে। সেই সঙ্গে প্রত্যেক যাত্রীর শারীরিক পরীক্ষার উপর জোর দেওয়ার কথাও বলা হয়েছে। এছাড়াও বিমানবন্দরে আসা প্রতিটি গাড়ি তল্লাসির কথা বলেছে বিসিএস। টার্মিনালে গাড়ি রাখার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রয়োজনে বিমানবন্দরের ঢোকার মুখে প্রশিক্ষিত কুকুর রাখার কথা বলা হয়েছে। সেই সঙ্গে পন্য পরিবহনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।