TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বিদ্বেষ ছড়ানো হচ্ছে জিওর বিরুদ্ধে অভিযোগ মুকেশ আম্বানির

কৃষক বিরোধী এই তকমা দিয়ে বিদ্বেষ ছড়ানো হচ্ছে জিওর বিরুদ্ধে৷ বিভাজন সৃষ্টি করছে রিলায়েন্স জিওর বিরুদ্ধে, জিওর প্রতিদ্বন্ধী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। এইভাবে বিদ্বেষ ছড়িয়ে জিওর গ্রাহক কমিয়ে দেওয়া হচ্ছে বলে মুকেশ আম্বানি অভিযোগ জানালেন ট্রাই এর কাছে৷

নয়া কৃষি বিলের বিরোধিতা করেছেন কৃষকরা৷ কৃষকদের অভিযোগ নতুন কৃষি বিল আনা হচ্ছে কর্পোরেটদের সুবিধার্থে৷ মুকেশ আম্বানির র কৃষি পণ্য বিক্রির ব্যবসা আছে৷  জিও অভিযোগ জানিয়েছে, এজেন্ট এবং খুচরা বিক্রেতাদের কাজে লাগিয়ে প্রচার করা হচ্ছে, জিও ছাড়লে কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানানো হবে। ফলে জিওর বির‍্যদ্ধে অভিয়না থাকলেও দলে দলে কৃষক জিও ত্যাগ করছেন৷

 

স্বচ্ছ পদ্ধতিতে স্পেকট্রাম নিলামের ছাড়পত্র দিল কেন্দ্র

এয়ারটেল জানিয়েছে এমন অভিযোগ ভিত্তিহীন। সেপ্টেম্বর এর রিপোর্ট অনুযায়ী জিওর গ্রাহক সংখ্যা 40.6 কোটি। এয়ারটেলের গ্রাহক 29.4 কোটি এবং ভোডাফোনের গ্রাহকসংখ্যা 27.2 কোটি।