Home দেশ চুক্তিচাষের পরিকল্পনা নেই, কৃষক আন্দোলনে রিলায়েন্স টাওয়ার ভাঙচুর; হাইকোর্টের দ্বারস্থ আম্বানি সংস্থা

চুক্তিচাষের পরিকল্পনা নেই, কৃষক আন্দোলনে রিলায়েন্স টাওয়ার ভাঙচুর; হাইকোর্টের দ্বারস্থ আম্বানি সংস্থা

by banganews

দিল্লি, ৪ জানুয়ারি, ২০২১ঃ কৃষি আইন নিয়ে এখনও উত্তপ্ত হয়ে রয়েছে দিল্লি। কৃষকদের দাবি আম্বানি, আদানিদের স্বার্থে কেন্দ্র নয়া কৃষি আইন এনেছে। একই দাবি বিরোধীদেরও। পঞ্জাব ও হরিয়ানায় জিও-র টাওয়ারও ভাঙচুর করা হয়েছে। এবার এই তাণ্ডব রুখতে পঞ্জাব ও হারিয়ানা এই দুই রাজ্যের হাই কোর্টের দ্বারস্থ হল রিলায়েন্স কর্তৃপক্ষ।

আরও পড়ুন গঙ্গাসাগরের পুণ্যার্থীদের ট্রেনে চড়ার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক

আদালতে মুকেশ আম্বানির সংস্থা দাবি করেছে রিয়ালেন্স অধীনস্থ কোনো সংস্থা আজ অবধি চুক্তিচাষের ব্যবসা করেনি। আর ভবিষ্যতেও এই ব্যবসায় আসার পরিকল্পনা তাঁদের নেই। রিলায়েন্স জানিয়েছে পঞ্জাবে মোট ৯ হাজার টাওয়ার রয়েছে তার মধ্যে ডিসেম্বরে দেড় হাজার টাওয়ার ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় পরিষেবা ব্যহত হওয়ার পাশাপাশি সংস্থার কর্মীদের জীবন, পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ভবিষ্যতে যাতে এই ধরণের হামলা না হয়, তার জন্য দুই রাজ্যের সরকারের হস্তক্ষেপও দাবি করেছে তাঁরা। এছাড়াও কৃষি আইন এনে মুকেশ আম্বানির ব্যবসায় সাহায্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন একবার টাকা দিলে সারাজীবন পেনশন দেবে, নতুন স্কিম নিয়ে এল LIC

তার পরই রিলায়েন্স জিও-র কানেকশন ছাড়ার হিড়িক পড়ে যায়। সেই সময় বিভ্রান্তিমূলক প্রচারের অভিযোগ তুলে আদালতে গিয়েছিল রিলায়েন্স। এবারও একই অভিযোগ আনাল তাঁরা। একইসঙ্গে আদালতে তাঁরা সাফ জানিয়ে দিয়েছে, চুক্তিচাষের ব্যবসায় নামার কোনও পরিকল্পনা তাঁদের নেই।

You may also like

Leave a Reply!