TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনার দেশে বিজ্ঞাপনখাতে কত টাকা খরচ করল মোদি সরকার?

করোনাকাল ২০১৯-২০ তে বিজ্ঞাপনখাতে কত খরচ করেছে মোদি সরকার? তথ্য জানার অধিকার আইনে এই প্রশ্ন রেখেছেন মুম্বইয়ের সাংবাদিক যতীন দেশাই।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে উত্তর দেওয়া হয়েছে সম্প্রতি। হিসেব দিয়ে দেখানো হয়েছে, এই আর্থিক বছরে সংবাদমাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপনখাতে খরচা করা হয়েছে ২৯৫.৫ কোটি টাকা। ইলেকট্রনিক মাধ্যমে খরচ হয়েছে ৩১৭.৫ কোটি টাকা। আউটডোর বিজ্ঞাপনের খাতে খরচা হয়েছে ১০১.১০ কোটি টাকা।

গাইডলাইন মেনে হবে কালীপুজো, জানালেন মুখ্যমন্ত্রী

সব মিলিয়ে এই আর্থিক বছরে মোদি সরকার বিজ্ঞাপনখাতে খরচা করেছে ৭১৩.২ কোটি টাকা। অবশ্য আন্তর্জাতিক মাধ্যমে কত টাকার বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সে উত্তর দেয়নি সরকার।

মার্কিন ভোট: গণনায় এত দীর্ঘ সময় কেন?

সাংবাদিক যতীন দেশাই তাঁর প্রশ্ন উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রককে যে চিঠি দিয়েছেন, সেখানে লিখেছেন—‘করদাতাদের অর্থে বিজ্ঞাপন দিচ্ছে সরকার। তার যথার্থ হিসেব দেখানো প্রয়োজন। বিশেষত দেশ এখন কোভিড পরিস্থিতির সঙ্গে লড়ছে। তার অর্থনেতিক বিকাশ তলানিতে। এ সময় সরকারি তহবিলের প্রতিটি টাকার হিসেব থাকা জরুরি।’

এবার হোয়াটসঅ্যাপেই পাঠানো যাবে টাকা

ওই একই প্রশ্নের প্রেক্ষিতেই জানা গেছে, ২০১৭-১৮ সালে বিজ্ঞাপনখাতে সব মিলিয়ে কেন্দ্র সরকার খরচা করেছিল ১,৩১৫.৮৩ কোটি টাকা।