TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পুজোর পোষাকে নতুন সংযোজন ম্যাচিং মাস্ক

কলকাতা ৯ অক্টোবর ২০২০

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই উৎসবের অপেক্ষায় দিন গুনছে আপামর মানুষ । তবে ২০২০ সালের পুজো অন্যমাত্রা পেয়েছে।

পুজো মানেই রংবেরঙের নতুন পোষাক।তার সাথে এবার যুক্ত হয়েছে ম্যাচিং করা মাস্ক। আর সেই ম্যাচিং করা মাস্ক কিনতে দোকানে দোকানে ভিড় জমে উঠেছে। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর। তাই আগেভাগে পছন্দের পোষাক কিনতে দোকানে দোকানে ভীড় লক্ষ করা যাচ্ছে।

 

লক্ষ্মীপুজো করে তৃপ্তি পান হলিউডের নায়িকা

করোনা আবহে পুজো করা সম্ভব হবে কিনা তা নিয়ে চিন্তায় বাংলার মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিন্তা দূর করতে সরকারি নিয়ম মেনেই পুজো করার অনুমতি দিয়েছেন। সেই সঙ্গে উদ্যোক্তাদের উদ্যোগ বাড়াতে ক্লাব সংস্থাকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা বলেছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর পুজোর আনন্দে মেতে উঠেছে ৮ থেক্র ৮০ সকলেই।

 

সামাজিক বিধি মেনেই পুজোয় জনসংযোগ চায় তৃণমূল