Home বিদেশ লক্ষ্মীপুজো করে তৃপ্তি পান হলিউডের নায়িকা

লক্ষ্মীপুজো করে তৃপ্তি পান হলিউডের নায়িকা

by banganews

বঙ্গ নিউস, ৮ অক্টোবর, ২০২০ঃ   হলিউড তারকা তো বটেই, প্রযোজকও তিনি। একের পর এক আমেরিকান এবং মেক্সিকান ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। তিনি সালমা হায়েক। তবে অভিনয় করে নয়, তাঁর আনন্দ লক্ষ্মীপুজো করে। প্রতিদিন ধ্যানের শুরুতে দেবী লক্ষ্মীর আরাধনাতেই অন্তরের তৃপ্তি পান অস্কারে মনোনয়ন পাওয়া সালমা।

আরও পড়ুন নবান্ন অভিযান নিয়ে ক্ষুব্ধ দিলীপ, পাল্টা আলাপন

নিজের সোশাল হ্যান্ডলে তিনি লিখেছেন, “যখন আমি নিজের ভেতরের সৌন্দর্যের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করি, তখন আমি দেবী লক্ষ্মীকে স্মরণ করে ধ্যান করি। হিন্দু ধর্মে ইনি সমৃদ্ধি, সৌভাগ্য, ভালবাসা, সৌন্দর্য, মায়া, আনন্দ এবং ঐশ্বর্যের প্রতীক। তাঁর ছবি আমার অন্তরকে আনন্দিত করে তোলে, প্রকৃত সৌন্দর্যের সঙ্গে পরিচয় করায়।”
শুধু সালমা হায়েকই নন, জুলিয়া রবার্টস, রাসেল ব্র্যান্ড, মাইলি সাইরাসের মতো হলিউড তারকারাও হিন্দু দেবদেবীর আরাধনা করে থাকেন। নিজে মুখে সে কথা তাঁরা জানিয়েওছেন।

You may also like

3 comments