TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ভয়াবহ অগ্নিকান্ড দিল্লির মুণ্ডকার একটি গোডাউনে 

দিল্লিতে করোনা সংক্রমণ বৃদ্ধিতে এমনিতেই নাজেহাল অবস্থা মানুষের। এর মধ্যে আবার একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চূড়ান্ত উত্তেজনা ছড়াল দিল্লিতে। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির মুন্ডকা এলাকায়। ইতিমধ্যেই দমকলের ৩৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে৷ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাত ১০টা ২৩ মিনিট নাগাদ দিল্লির মুন্ডকা এলাকার একটি ইলেকট্রনিক্স ও চিকিৎসা সরঞ্জামের গোডাউন (Warehouse) -এর একাংশে আচমকা আগুন লেগে যায়। তারপর আস্তে আস্তে পুরো গোডাউনেই ছড়িয়ে পড়ে সেই আগুন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি৷
আরও পড়ুন : এনকাউন্টারে ফের খতম বিকাশের দুই সাগরেদ
দমকলে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে দমকলের ২০টি ইঞ্জিন। কিন্তু, তাতেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। চারদিকে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আরও ১৫টি ইঞ্জিন পাঠানো হয়। ৩৫ টি ইঞ্জিন কাজ করলেও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের মত, প্রথমে ওই গোডাউনের ভিতরে একটি অংশে আগুন লাগে৷ পরে তা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। এমনটাই তার অভিমত৷ কিন্তু ঠিক কী কারণে আগুন লেগেছে এখনও পর্যন্ত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখনও চারিদিকে আগুন জ্বলছে তাই ভিতরে ঢুকে পরিস্থিতি খতিয়ে দেখা সম্ভব হচ্ছে না দমকল কর্মীদের পক্ষে৷