TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কৃষক বিক্ষোভে তৃণমূলের প্রতিনিধিদল, আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লি, ২৩ ডিসেম্বর, ২০২০ঃ কৃষক আন্দোলন নিয়ে এখনও উত্তপ্ত হয়ে রয়েছে দিল্লি। দিল্লির বিভিন্ন সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষক সংগঠন। আগেই কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষক আন্দোলনে যোগ দিয়েছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন। আজ কৃষক দিবসে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের ৫ সাংসদ দিল্লি পৌঁছেছেন।

আরও পড়ুন মমতার সভায় লোক না হলে রাজনীতি ছেড়ে দেব: অনুব্রত মণ্ডল

আজ দুপুরে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করেন পাঁচ সাংসদ- ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল এবং মহম্মদ নাদিমূল হক। কৃষকদের সমর্থনে তারা বেশ কিছুক্ষণ ধর্ণা দেন। ফোনে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক সংগঠনের প্রতিনিধিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন এই কালা কানুনের বিরুদ্ধে সবার এগিয়ে আসা দরকার। আপনার সমর্থন আমাদের সাহস জোগাবে। কৃষক সংগঠনের অপর এক প্রতিনিধির কথায় “আপনি বারবার বিজেপিকে ঝটকা দিয়েছেন। তাই আপনার আমাদের পাশে থাকা আরও সাহস জোগাবে।” কৃষক প্রতিনিধিদের অভিযোগ, বিজেপি শুধুমাত্র আম্বানি, আদানিদের কথা ভাবে। দেশের আর কারোর কথা ভাবে না।” ফোনালাপে কৃষক আন্দোলনকে সর্বতভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।