Home বঙ্গ কৃষকদের থেকে সরাসরি ধান কিনবে মমতা সরকার

কৃষকদের থেকে সরাসরি ধান কিনবে মমতা সরকার

by banganews

বঙ্গ নিউস, ৯ ডিসেম্বর, ২০২০ঃ কৃষক আন্দোলনের সময় কৃষকদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খারিফ শস্য এর এই সময় ধান কেনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প ঘোষণা করলেন৷ তিনি জানিয়েছেন, ৩০ লাখেরও বেশি কৃষকদের কাছ থেকে এবার সরাসরি ধান কিনবেন রাজ্য সরকার।

আরও পড়ুন দেশের এই ব্যাঙ্ক বন্ধ হতে চলেছে, কীভাবে ফেরত পাবেন টাকা?

জুন মাস পর্যন্ত রেশনে বিনামূল্যে চাল দেওয়া হবে৷ তাই এই বিশেষ প্রকল্প আনা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ১৩ লক্ষ কৃষক সরাসরি রাজ্য সরকারের কাছে ধান বিক্রি করেন। এবার ৩০ লক্ষেরও বেশি কৃষকদের রাজ্য সরকার এই প্রকল্পের আওতায় আনবেন৷ কৃষকদের কাছ থেকে ৪৫ কুইন্টাল ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। কুইন্টাল প্রতি এখন দাম ১৮৬৮ টাকা। পরে আরও বাড়তে পারে৷ প্রসঙ্গত, সহায়ক মূল্য নিয়ে নতুন কৃষি আইনে কোন কথা লেখা নেই। তাই কৃষকদের স্বার্থে কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছেন রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস।

You may also like

Leave a Reply!