TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

গোয়াতে কংগ্রেসের ওপর ক্ষোভ প্রকাশ মমতার

গোয়ার রাজধানী পানজিমের জনসভায় কংগ্রেসকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সভায় থেকে কংগ্রেসের উদ্দেশ্য বার্তা দিয়েছেন, ‘‘আপনারা নিজেরা কিছু করছেন না বলে, অন্য কেউ কিছু করবে না, এমন ভাবনা ভুল।’’ তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, ‘‘আমরাও কংগ্রেস করতাম। কিন্তু দেখেছি কংগ্রেস বরাবর গোপন সমঝোতা করে। পশ্চিমবঙ্গে সিপিএম আমাদের মারত। আর কংগ্রেস নেতৃত্ব সিপিএমের সঙ্গে গোপন সহযোগিতা করত। আমার শরীরের এমন অংশ নেই যেখানে আঘাত লাগেনি। অপারেশন হয়নি। হাত, পা, মাথা সব। কিন্তু তবুও সিপিএমকে কংগ্রেসের গোপন মদত দেওয়া দেখে ওই দল ছেড়েছিলাম।’’ বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, ‘‘তৃণমূল, এমজিপি এবং অন্যদের নিয়ে জোট তৈরি হয়ে গিয়েছে। এই জোটই এখন গোয়ায় বিজেপি-র মূল প্রতিপক্ষ।’’

 

স্বাস্থ্য ব্যবস্থায় বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, ক্যানসারের শল্য চিকিৎসার বহির্বিভাগ এসএসকেএমে

গোয়ার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথাও তিনি জানিয়েছেন গোয়ার মানুষদের। রেলমন্ত্রী থাকাকালীন তিনি গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসেছিলেন। দুর্ঘটনা কমাতে রেলের ‘অ্যান্টি কলিশন ডিভাইস’ তৈরির কারখানা তৈরি করেছিলেন গোয়ার মারগাঁওয়ে। পানজিমের সভায় ‘জয় গোয়া’ স্লোগানও দেন তৃণমূল নেত্রী। এছাড়াও গোয়াতে সহযোগী দল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি)-র সঙ্গে যৌথ সভা করেন মমতা।