TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ঝগড়া বন্ধ করে এক হয়ে পাহাড়ে উন্নয়নের ডাক মমতার

একসাথে কাজ করাই মুখ্যমন্ত্রীর মূল অস্ত্র। সকলকে নিয়ে চলাই তাঁর জীবনের অঙ্গীকার। এবার পাহাড়ে উন্নয়নের উপর বিশেষ জোর দিলেন তিনি। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দার্জিলিং সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার দার্জিলিংয়ের প্রশাসনিক সভা থেকে পাহাড়ের উন্নয়নের মন্ত্র বাতলে দিলেন তিনি। বিলি করলেন পাট্টাও। তিনি বলেন পাহাড় হাসলে আমার ভাল লাগে। একইসঙ্গে একজোটে কাজ করার কথাও বলেন, তাঁর কথায় এখন পাহাড়ে শান্তি বজায় আছে। এবার যাবতীয় ঝগড়াঝাঁটি ভুলে শুধুমাত্র উন্নয়নকে সামনে রেখে পাহাড়ের দলগুলিকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন ‘সোমবার আমি এখানকার চারটি প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। সকল রাজনৈতিক দলগুলির কাছে আমার একটাই অনুরোধ, ঝগড়া না করে, এককাট্টা হয়ে ১০ বছর শুধু উন্নয়নের জন্য কাজ করুন। তার পর দেখবেন, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং ও কালিম্পং কোথায় পৌঁছয়!’ মমতার নিদান, ‘প্রথমে মানুষের জন্য উন্নয়নের কাজকে গুরুত্ব দিতে হবে।

আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনে আসছে কেন্দ্রীয় বাহিনী

মানুষ যাতে ভালো থাকে, সেটাই হবে লক্ষ্য। তারপর হোক রাজনীতি!’ একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন কিছু দল আছে যাঁরা শুধু ভোটের আগে পাহাড়ে আসে। বড় বড় প্রতিশ্রুতি দেয়। আর নির্বাচন চলে গেলে তাঁদের টিকিও দেখা যায় না। ভুলেও দিল্লির লাড্ডু খাবেন না। রাজ্যের অন্যান্য এলাকার মতো পাহাড়েও ত্রিস্তর পঞ্চায়েত চালুর জন্য বলেছিলাম। এখনও আইন পাশ করতে পারেনি কেন্দ্র।