তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসার পর দার্জিলিং সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের জন্য তিনি বরাবরই নানা প্রকল্প নিয়ে এসেছেন। সাধারণ মানুষের স্বার্থে তিনি সবসময় মানবিকতার নজির গড়েছেন। এবার দার্জিলিংয়ে কফি হাউস তৈরি করার কথা জানালেন তিনি। পাহাড়ে পর্যটক টানতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনা বলে জানিয়েছেন তিনি। পাহাড়ে বেড়াতে গিয়ে প্রিয় মানুষের সঙ্গে কফি কাপে চুমুক দিতে কে না ভালোবাসে। এবার তা পূরণ হতে চলেছে। শিল্পপতি সত্যম রায়চৌধুরীর সঙ্গে বুধবার এ বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়উত্তরবঙ্গ সফরে ওই কফি হাউসের নামকরণও করেন তিনি।
কেন্দ্রের বঞ্চনা! ১০০ দিনের প্রকল্পেও টাকা পাচ্ছে না রাজ্য
দার্জিলিংয়ের রাজভবনের আশেপাশেই হতে পারে ওই কফি হাউস। মুখ্যমন্ত্রী সেই কফি হাউসের নাম দেন ‘ক্যাফে হাউস’। দার্জিলিংয়ের পর্যটনকে ঢেলে সাজানোর উদ্যোগ রাজ্য সরকারের। কফি হাউস তৈরি হলে পর্যটকদের দার্জিলিংয়ের প্রতি আকর্ষণ আরও বাড়বে বলেই আশা।