TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ছে প্রায় তিনগুণ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের সূচি প্রকাশের পর থেকেই কিভাবে ২০২১ এর মাধ্যমিক নেওয়া হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর,  এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখের কাছাকাছি। তাই করোনা পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ছে তিনগুণ। গতবার পরীক্ষাকেন্দ্র ছিল ২৮৩৯ টি। এবছর প্রায় ৭ হাজার হতে পারে পরীক্ষাকেন্দ্র । প্রতি পরীক্ষা কেন্দ্রে ২০০ বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে পারবে না।

 

১ জানুয়ারি থেকে আসছে সরল জীবন বিমা, পাবেন একাধিক সুবিধা

পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানোয় পরিকাঠামোগত কিছু পরিবর্তন দরকার হতে পারে মনে করছেন পর্ষদের আধিকারিকরা। সে ক্ষেত্রে প্রয়োজনে যেসব স্কুলে পরিকাঠামো নেই সেই স্কুলগুলির পরিকাঠামোগত উন্নতি বিধানের সুপারিশও করা হতে পারে। যদিও এই বিষয় কিছু জানাননি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।