TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বিভিন্ন ভাষার সুর,গান বাংলায় ছড়িয়ে পড়ুক সংহতির সঙ্গে

বঙ্গ নিউস, ১৭ নভেম্বর, ২০২০ঃ  শিল্পী সংহতি দাস। ২০১৫ থেকে গানকে পেশা হিসেবে বেছে নেওয়া কিন্তু পারিবারিক সূত্রে একদম ছোট থেকেই গানবাজনার চর্চা। আইয়ুব বাচ্চু অন্যতম প্রিয় শিল্পী। গত ১৮ অক্টোবর ছিল তাঁর মৃত্যুদিন। গানের কথা সংহতির অত্যন্ত পছন্দ তাই প্রিয় শিল্পীকে সম্মান জানিয়েছেন সেই গান গাওয়ার মাধ্যমে। গানটি রিএ্যারেঞ্জ করেছেন অঙ্কন রায়৷

আরও পড়ুন অপু হয়েও আফশোস যাচ্ছে না অর্জুনের

রক ভার্সনকে অ্যাকাউস্টিক ভার্সনে করার কথা ভাবলেন কেন? এ প্রসঙ্গে শিল্পী জানিয়েছেন রক ভার্সন টা প্রায় সবাই গেয়েছেন। সোমলতা আচার্যের গানে ভিন্নতর স্বাদ থাকলেও অ্যাকাউস্টিক ভার্সনকে তিনি বেছেছেন অন্য মাত্রা সংযোজনের জন্য৷

এখন গান তো শুধু শোনা নয়, সেই সঙ্গে দেখাও৷ প্রমিথ গাঙ্গুলি ভিডিও বানিয়েছেন গানের মূল সুরের কথা মাথায় রেখেই৷ যে দুঃখবোধ গানের সঙ্গে জড়িয়ে ভিডিওতে সেই বিষাদ ফেলে আসা সময়ের সার্থক প্রকাশ৷

কোন কাননের ফুল রবীন্দ্রসঙ্গীত এর অ্যালবাম দিয়ে কাজ শুরু করেছিলেন সংহতি৷ পরপর কিছু রবীন্দ্রনাথের গান গাইলেও বিভিন্ন ধরনের গানে সংহতি তাঁর নামের সঙ্গে সাজুয্য রেখেছেন৷ লোকগীতি থেকে অসমিয়া গান সবেতেই তার অবাধ যাতায়াত৷

সমস্ত ভাষার গানের প্রতি তার আগ্রহ৷ জুবিন গর্গ এর সঙ্গে কাজ করছেন সংহতি তার আপকামিং প্রজেক্টে৷ জুবিন গর্গ এর বিখ্যাত অসমিয়া গান মায়াবিনীর কম্পোজিশনকে বাংলার দর্শক শ্রোতার কাছে পৌঁছে দিতেই বাংলা ভার্সন কে সেমি রক স্টাইলে শ্রোতাদের শোনাতে চান সংহতি। মায়াবিনী আসামে জনপ্রিয়৷ আসামের শ্রোতাদের অনুরোধ তো আছেই৷ সেইসঙ্গে বাংলায় কতটা মায়া বিস্তার করে সংহতির এই গান সেই জাদুই শোনার অপেক্ষা।

শুধু প্রিয় গানগুলোকে নতুন আঙ্গিকে গাওয়া নয়, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে আসতে চলেছে সংহতির নিজের গান, হিমাদ্রি প্রসাদ মণ্ডলের কথায় সংহতি সুর দিয়েছেন একটি প্রেমের গান “দুজনে হারাই কোথাও “। প্রেম ভালোবাসার সংহতি কেমন হল আর কোথায় হারিয়ে গেলেন দুজনে জানতে হলে অপেক্ষা তো করতেই হবে