TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ভূমিধ্বসে বেশ কিছু বাড়ি চলে গেল সমুদ্রের গর্ভে (Video)

করোনা ভাইরাসের ভয়াবহতার মাঝেই জুনের তিন তারিখ উত্তর নরওয়ে প্রত্যক্ষ করল একটি প্রাকৃতিক বিপর্যয়। নরওয়ের আল্টাতে বুধবার দুপুর 3:45 এ ঘটে যাওয়া ভূমিধসটি এতটাই শক্তিশালী ছিল যে এটি প্রায় বেশ কয়েকটি বাড়িকে সমুদ্রে টেনে নিয়ে যায়। ভূমিধসটির ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ বলছেন ‘এটি ভয়ঙ্কর’ আবার কেউ কেউ 2020 বছর টিকেই দোষারোপ করেছেন।

আরো পড়ুন – এবার করোনা পজেটিভ পাওয়া গেলো নবান্নে

ইজিল ব্যাকেবি নামে আল্টাতে বসবাসকারী এক স্থানীয় ব্যাক্তি এই ভিডিওটি করেন। এই ক্লিপিংসতে দেখা গেছে যে জমির বেশ কিছুটা অংশ সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে। অনেকগুলি বাড়ি কেও ভাসতে দেখা গেছে। এই অংশের বেশিরভাগ বাড়ি গুলিই হলিডে হোম যেগুলো যেকোনো ছুটির আগের 48 ঘন্টা থেকেই ভর্তি থাকে।

আরো পড়ুন – চলে গেলেন বাসু চ্যাটার্জি। শোকের ছায়া সিনেমহলে

স্থানীয় সূত্রে জানা গেছে এখানে এই ধরনের ভূমিধস প্রায়ই হয়। ডিউটিতে থাকা পুলিশ অফিসার জানিয়েছেন ঘটনাটি ঘটার প্রায় সঙ্গে সঙ্গেই উদ্ধারকার্য শুরু হয়েছিল। তিনি আরও বলেন আল্টার ঐ অঞ্চলের সমস্ত অধিবাসী নিরাপদ আছেন এবং এখনো পর্যন্ত আহত হওয়ার কোনো খবর নেই।