TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দীপাবলীতে বাজি রুখতে বিশেষ ব্যবস্থা লালবাজারের, জেনে নিন কি সেই ব্যবস্থা

কলকাতা, ১২ নভেম্বর, ২০২০ঃ  হাইকোর্ট আগেই বলেছিল এবছরের দীপাবলী হোক বাজিবিহীন, হাইকোর্টের রায় কে মান্যতা দিয়ে সুপ্রিমকোর্টও সেই কথাই বলেছে। এবার পুলিশও প্রচারে নামল উৎসব হোক আলোর, বাজির নয়। বাজি রুখতে বিশেষ ব্যবস্থাও নিচ্ছে লালবাজার। বাজি রুখতে হেল্পলাইন নম্বর চালু করছে লালবাজার, তারা জানিয়েছে কেউ বাজি পোড়ালে ১০০ ডায়াল অথবা ৯৪৩২৬-১০৪৪৪ এই নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি ব্যবস্থা নেবে।

আরও পড়ুন লোকাল ট্রেনের সংখ্যা কি বাড়বে? আজ রেল-রাজ্য বৈঠক

ইতিমধ্যেই সব থানার কাছে এই নির্দেশ পৌঁছে গিয়েছে। এই ব্যাপারে আজ লালবাজারের সঙ্গে বৈঠকে বসতে পারেন সব থানার ওসিরা। উপস্থিত থাকতে পারেন দমকল ও অন্যান্য আপৎকালীন পরিষেবার আধিকারিকরা। চলতিবছরে যাতে বাজি না পোড়ানো হয় সেইজন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারও শুরু করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে যৌথ প্রচার চালাচ্ছে পুলিশ ও পুরসভা। এর পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গা থেকে বাজি উদ্ধার করা হয়েছে। বেনিয়াপুকুর ও ট্যাংরায় দুজনকে বাজি সহ গ্রেপ্তার করা হয়েছে। ট্রেন চালু হওয়ায় সেইপথে যাতে বাজি পাচার না হয় সেদিকেও নজর রাখছে পুলিশ।