TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ছাত্রীদের আত্মবিশ্বাসী করতে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন শিক্ষিকা

সুন্দরীর শিরোপা জিতলেন কলকাতার এক শিক্ষিকা৷ Mrs. India Queen of substance 2021এর Mrs. Compassionate-র খেতাব জিতলেন দমদমের পামেলা পাল দাস। সম্প্রতি দেশের এক মেট্রো সিটির পাঁচতারা হোটেলে হল প্রতিযোগিতা৷ পামেলা পেশায় সরকারি স্কুলের শিক্ষিকা। ঘরকন্যা সামলে স্কুলে শিক্ষকতার দায়িত্ব সামলান একা হাতেই৷ এতদিন গতানুগতিক জীবন বেশ চলছিল৷ কিন্তু এই প্রতিযোগিতায় সেরা সুন্দরীর শিরোপা তাঁকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। নিজের ছাত্রীদের মধ্যেও এই আত্মবিশ্বাস তিনি ছড়িয়ে দিতে চান। গ্ল্যামার দুনিয়ায় সাধারণের জায়গা আছে এবং এই জগতেও আয়ের পথ সুনিশ্চিত করা সম্ভব এই বার্তাই তিনি ছাত্রীদের মধ্যে পৌঁছে দিতে চান৷

শুধু Mrs. Compassionate-ই নয়, পামেলার ঝুলিতে রয়েছে Mrs. INDIA Face of East 2021-এর খেতাবও। পামেলাকে প্রশ্ন করা হয়েছিল শিক্ষকতার পেশা থেকে এমন একটা জগতে আসার কথা ভাবার কারণ কী? তিনি জানান নতুন প্রজন্মকে নতুন পথ দেখাতে চান তিনি৷ “শিক্ষকতা করি। সমাজের নানাস্তর থেকে স্কুলে পড়ুয়ারা আসে। তাঁদের এক এক জনের ইচ্ছে এক এক রকম। কেউ পড়তে ভালোবাসে, আবার কেউ অন্য পেশাকে বেছে নেওয়ার স্বপ্ন দেখে। কিন্তু গতানুগতিকাতেই ভাঙলেই সমাজের নানা প্রশ্ন ভিড় করে। বিভ্রান্ত হন অভিভাবকরা। ফলে ক্ষুদের স্বপ্ন অঙ্কুরেই শেষ হয়ে যায়। আমি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ছোটদের ও তাঁদের পরিবারগুলোকে সাহস দেওয়ার চেষ্টা করেছি। রুপোলি জগৎ মানেই ভীতি নয়, এই বার্তা দেওয়ার চেষ্টা করছি।”
শিক্ষিকার সাফল্যে আপ্লুত ছাত্রীরা। ছাত্রীদের এই অকুন্ঠ ভালোবাসায় মুগ্ধ শিক্ষিকা। আপাতত ছোট ছোট মেয়েগুলোর স্বপ্ন দেখার সাহস এবং ভরসা পামেলা৷