বঙ্গ নিউস, ৪ ডিসেম্বর, ২০২০ঃ এই প্রথম কোন ভারতীয় গ্লোবাল টিচার আওয়ার্ড পেলেন৷ মহারাষ্ট্রের শোলাপুর জেলার শিক্ষক রনজিত সিং দিশালে সম্প্রতি এই সম্মানে ভূষিত হয়েছেন। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কেশিয়াড়ি অভিনন্দন জানিয়েছেন রনজিত সিং কে।
দিশালে নারী শিক্ষা এবং শিক্ষায় কিউআর কোডের ব্যবহার নিয়ে অবিস্মরণীয় কাজ করেছেন। প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীদের জ্ঞানের আলো দেখিয়েছেন৷ 32 বছরের রনজিত সিং মহারাষ্ট্র এর শোলাপুর জেলার একটি স্কুলের শিক্ষক। পুরস্কার হিসেবে এক মিলিয়ন ডলার পেয়েছেন। ভারতীয় মুদ্রায় সাত কোটি টাকা।
আরও পড়ুন করোনা ভ্যাক্সিন কি সকলকে নিতে হবে?
১৪০ টি দেশ থেকে প্রায় ১২ হাজার শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেছিলেন। ফাইনালে গিয়েছিল ১০ জন। তার মধ্যে রনজিত প্রথম স্থান অধিকার করেন। পুরস্কারের ৫০% তিনি ফাইনালিস্টের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবেন স্থির করেছেন, যাতে ওই সমস্ত শিক্ষক-শিক্ষিকারা তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারেন।
রনজিত মনে করেন শিক্ষকই হল আসল পরিবর্তনের কান্ডারী। যে তার ছাত্র-ছাত্রীদের জীবনকে পরিবর্তন করে নতুন সমাজ গঠন করতে পারে।