TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পাঁচ বছরে ভারতে ৪২ বিলিয়ন ডলার বিনিয়োগ! ঘোষণা করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী

শনিবার দু’দিনের ভারত সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। সংবাদসংস্থা সূত্রে খবর, কিশিদার এই সফরে ভারতে বিপুল বিনিয়োগের ঘোষণা করতে পারে জাপান।

সূত্রের খবর আগামী পাঁচ বছরে ভারতে ৪২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। ভারত সফরে এসে এই সংক্রান্ত ঘোষণা করতে পারেন সে দেশের প্রধানমন্ত্রী।

https://thebanganews.com/train-services-between-india-and-bangladesh-will-resume-from-march/

এছাড়াও ভারতকে ৩০০ বিলিয়ন ইয়েন ঋণও দেবে জাপান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টি চূড়ান্ত হতে পারে। শক্তি ক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার ও কার্বন নির্গমন কমানো নিয়েও চুক্তি সাক্ষরিত হতে পারে এশিয়ার এই দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে। জাপানের প্রধানমন্ত্রী পদে আসার পর এটাই প্রথম ভারত সফর হতে চলেছে ফুমিয়ো কিশিদার।