TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

চিনের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ জাপানের

চিনা কোস্ট গার্ডরা গত চার ঘণ্টায় দু’বার জাপানের সামুদ্রিক এলাকায় ঢুকেছে এমন অভিযোগ পেয়ে জাপান কোস্ট গার্ড ভেসেল চিনা জাহাজের অনুপ্রবেশের পথ রুদ্ধ করে। চিনা জাহাজগুলি জাপানি মৎসজীবীদের নৌকা লক্ষ্য করে এগোচ্ছিল ৷ সোমবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে টোকিও -র আধিকারিক ৷

জাপানের অধীনে থাকা সেনকাকু দ্বীপপুঞ্জের ৪ কিলোমিটার এলাকার মধ্যে এসেছিল চিনের তরী ৷ এদিকে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনও দেশের এলাকার জলভাগের ১৯.৩ কিলোমিটার এলাকা অবধি অন্য কোনও দেশ ঢুকতে পারে না ৷ আর এই জলসীমা অতিক্রম করেছে চিন৷ এই খবর জানিয়েছে জাপানের কোস্টগার্ডরা৷

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি জানিয়েছেন, জাপান এই নিয়ে একাধিকবার কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানিয়েছে বেজিংয়ের কাছে৷ সেখানে তাঁদের জলসীমার মধ্যে চিনা জাহাজের অনুপ্রবেশের ইস্যুটি তুলে ধরা হয়েছে ৷

আরও পড়ুন চিনা আইনের বিরোধিতায় হংকং থেকে প্রস্থান টিকটকের

এ দিকে যে দ্বীপটি টোকিও নিজেদের সীমান্তের অংশ বলে , বেজিংয়ের দাবি সেটা তাদের অংশ ৷ কিন্তু ১৯৭২ থেকে দ্বীপটি জাপান প্রশাসনের দখলে আছে ৷ সীমান্তের ১৯০০ কিলোমিটার বিস্তৃত রকি চেন নিয়ে এই দুই দেশের মধ্যে সংঘাত ১০০ বছরের বেশি সময় ধরে ৷ টোকিও ও বেজিং এই ইস্যু নিয়ে কেউই পিছু হঠতে চায় না ৷  তবে গত এক মাসে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে ৷ সেনকাকু দ্বীপপুঞ্জ নিজেদের অধিকারভুক্ত বলার পর থেকে বেজিং অত্যন্ত ক্ষুব্ধ।

আরও পড়ুন চীনের সেনা অপসারণ শুরু হলো গালওয়ানে : কমপক্ষে দেড় কিলোমিটার পিছিয়ে গেল লাল ফৌজ

সবচেয়ে কাছাকাছি জায়গায় দুই দেশের উপকূলরক্ষীবাহিনীর উপস্থিতি সংঘর্ষের পরিস্থিতি উদ্রেক করতে পারে৷ এর জেরে সামরিক বাহিনীকেও হস্তক্ষেপ করতে হতে পারে এমনটাই দাবি বিশেষজ্ঞদের।