TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সোনার গয়না কেনার জন্য লাগতে পারে KYC

বঙ্গ নিউস, ৮ জানুয়ারি, ২০২১ঃ এবার সোনার গয়না কিনতে যাওয়ার সময় প্যান কার্ড,  আধার কার্ড,  ভোটার কার্ড এর মতন নথি সঙ্গে নিতে হতে পারে। সোনার দোকান থেকে দু লক্ষ টাকা বা তার অধিক মূল্যের সোনার গয়না কেনার ক্ষেত্রে KYC  চাওয়া হতে পারে।

২০২১ এর বাজেট অধিবেশনে  এই নতুন  নিয়ম বাধ্যতামূলক করতে পারে  কেন্দ্রীয় সরকার। স্বর্ণ  শিল্পের জন্য মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট প্রবর্তন করে কোন সন্দেহজনক লেনদেনের পেলেই সরকারি সংস্থা তাদের ওপর নজর রাখবে।
বর্তমানে সোনা ছাড়া  যেকোনো ধরনের সম্পদ কিনতে কেওয়াইসি প্রয়োজন হয়।

আরও পড়ুন অসুস্থ বিজেপি কর্মীকে বাড়ি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড দিলেন তৃণমূল প্রশাসক

একটি বিশেষ স্বর্ণ নীতি চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার।  এই নীতি চালু হলে সোনাকে আর অপ্রকাশিত সম্পদ বলা যাবে না । সোনা রুপা প্লাটিনাম,  হিরে ও অন্যান্য মূল্যবান পাথরের ব্যবসায়ীদেরও এবার থেকে আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট জমা দিতে হবে।  গত ২৮  ডিসেম্বর সোনা ব্যবসাকে পিএমএল ( PML)    এর অধীন করা হয়েছে৷  আনা হয়েছে।  সেখানে বলা হয়েছে,  কর্তৃপক্ষ যদি লেনদেনের ক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা খুঁজে পায় তাহলে সরকার তাকে গ্রেফতার পর্যন্ত করতে পারে৷