Home ব্যবসা-বাণিজ্য ধনতেরাসে সস্তায় কিনুন সোনা, সুযোগ করে দিল আরবিআই

ধনতেরাসে সস্তায় কিনুন সোনা, সুযোগ করে দিল আরবিআই

by banganews

বঙ্গ নিউস, ১৩ নভেম্বর, ২০২০ঃ ধনতেরাস ও দীপাবলির সময় সোনা কেনা শুভ৷ মানুষ চেষ্টা করেন খুব অল্প হলেও সোনা কেনার। যাদের সেই সামর্থ্য থাকে না তারা লোহা বাদে যে কোনো ধাতব দ্রব্য ক্রয় করতে চান৷ উৎসবের মরশুমে আর বি আই এর জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ইন্ডিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের 999 মানের স্বর্ণের প্রকাশিত সর্বোচ্চ মূল্য 5177 টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন শ্রীলেখা মিত্রের নতুন সফর

স্বর্ণ বন্ড প্রকল্পের অষ্টম সিরিজ 2 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত বিনিয়োগ করা যাবে। প্রতি গ্রামের দাম পড়বে 5177 টাকা শুক্রবার বিবৃতিতে জানিয়েছেন। অনলাইনে আবেদন করা এবং ডিজিটাল উপায়ে দাম দেওয়া যাবে৷ ইনলাইনে অর্থ প্রদানের ক্ষেত্রে সরকার প্রতি গ্রামে 50 টাকা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আর বি আই বলেছিল এই জাতীয় বিনিয়োগকারীদের সোনার ঋণপত্রের দাম প্রতি গ্রামে 5127 টাকা হবে।
এর আগে সোনার বন্ধন এর সপ্তম সিরিজের সোনার দাম প্রতি গ্রামে 5051 টাকা ছিল। এই স্কিমের আওতায় আপনি কমপক্ষে 1 গ্রাম সোনা কিনতে পারবেন। একজন ব্যক্তি একটি আর্থিক বছরে সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত সোনার কিনতে পারবেন।

You may also like

Leave a Reply!