TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

শেয়ার বাজারে ব্যপক ধস, চিন্তায় বিনিয়োগকারীরা

শুক্রবার দিনের শুরুতেই শেয়ারবাজারে  (Share Market) মন্দার আভাস পাওয়া গিয়েছিল।  রেকর্ড পতন হয়েছিল সেনসেক্স (Sensex)- নিফটির (NIFTY)।  বাজার খুলতেই সূচক ক্রমশ নিম্নমুখী।  মাত্র দুই ঘন্টার ট্রেডিং (Trading) সেশনে বিনিয়োগকারীরা ৬.৫০ লক্ষ কোটি টাকা হারিয়েছে।

ভারতীয় শেয়ারবাজারে গত দুই সপ্তাহ ধরে পতন লক্ষ্য করা যাচ্ছে৷  তবে আজকের পতন বিগত সাত মাসের মধ্যে সর্বাধিক৷ দেশের বিনিয়োগকারীরা মাত্র ২ ঘণ্টার মধ্যে  বিপর্যয়ের মুখে পড়েছে৷

সাউথ আফ্রিকায় করোনার করোনাভাইরাসের নতুন স্ট্রেনের আবির্ভাব হয়েছে৷ ফলে  ইক্যুইটির ওপর চাপ বেড়েছে৷ আতঙ্কের জেরে ভারতীয় শেয়ারবাজারে ক্রমশ ধস নামে৷ আজ শেয়ার বাজারে ব্ল্যাক ফ্রাইডে।

সেনসেক্স প্রায় ১৩০০ এবং নিফটি ৪০০ পয়েন্ট পড়ে গিয়েছে। মুম্বাই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার  ৬ লক্ষ কোটি টাকা থেকে কমে ২৫৯.৭১ লক্ষ কোটিতে নেমে এসেছে।

 

এ্যাম্বুলেন্সেই রোগীর স্বাস্থ্য সাথী কার্ড করে দিল পুরসভা।

বৃহস্পতিবারে লক্ষ্মীলাভ হলেও  শুক্রবার  সেনসেক্স (Sensex) প্রায় ১০০০ পয়েন্ট কমেছে। অন্যদিকে, নিফটি (NIFTY) ১৭ হাজার ৩০০ পয়েন্ট নিয়ে খুলেছে। কোটাক ব্যাঙ্ক (Kotak Bank) এবং এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) পয়েন্ট কমেছে। বিএসই মিডক্যাপ সূচক ১.৫ % এর  নিচে নেমে গেছে। ১৮০০টি স্টক নেমে গিয়েছে। যদিও করোনা আবহে  ওষুধ ও ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার শেয়ার অনেকটাই বেড়েছে । ডঃ রেড্ডি’স ল্যাবস এবং সান ফার্মা – সেনসেক্সে বেশি ভালোই  লেনদেন করছে।