Home বঙ্গ এ্যাম্বুলেন্সেই রোগীর স্বাস্থ্য সাথী কার্ড করে দিল পুরসভা।

এ্যাম্বুলেন্সেই রোগীর স্বাস্থ্য সাথী কার্ড করে দিল পুরসভা।

by banganews

বৈদ্যবাটী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবিতা দাসের (৪২) গত কাল রাতে ব্রেন স্ট্রোক হয়।পরিবারের সদস্যরা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। আজ দুপুরে সবিতা দাসের অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে এস এস কে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

রোগীর স্বাস্থ্য সাথী কার্ড নেই,পারিবারিক স্বচ্ছলতাও নেই।কলকাতায় নিয়ে গেলে অনেক খরচ।শম্ভু দাস বৈদ্যবাটি ওয়ার্ড কো-অর্ডিনেটর বিশ্বজিৎ রায়ের সঙ্গে কথা বলেন যদি কিছু করা যায়।বৈদ্যবাটি বিবেকান্দ হাইস্কুলে স্বাস্থ্য সাথী কার্ডের কাজ চলছিল। সেখানেই এম্বুলেন্স নিয়ে আসতে বলেন বিদায়ী কাউন্সিলর।

 

হোয়াটসঅ্যাপ আবেদনেই মিলবে জন্ম-মৃত্যুর শংসাপত্র

 

পরিবারের সদস্যরা সোজা কলকাতা যাওয়ার পথে বিবেকানন্দ স্কুলে যান।পুরসভার কর্মিরা এ্যাম্বুলেন্সের ভিতর রোগীর বায়োমেট্রিক করান।ছবি তোলেন।তারপর সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ড করে দেন।কার্ড নিয়ে অ্যাম্বুলেন্স রওনা দেয় কলকাতার হাসপাতালের উদ্দেশ্যে।

You may also like

Leave a Reply!