TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কাশ্মীর ইস্যুতে ইসলামিক দেশগুলির পাশে চিন! তীব্র প্রতিবাদ নয়াদিল্লির

কাশ্মীর ইস্যুতে ফের পাকিস্তানের সাথে হাত মেলালো চিন। পাকিস্তানের ইসলামিক দেশগুলির সংগঠন ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’-এর অনুষ্ঠানে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে ইসলামিক দেশগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে নয়াদিল্লি।

প্রসঙ্গত, গত দু’বছর ধরে অরুণাচল এবং লাদাখ সীমান্তের ভারতীয় ভুখণ্ড দখলের মরিয়া চেষ্টা করে চলেছে চিন। এসবের মধ্যেই পাকিস্তানের পাশে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে ভারতকে চাপে রাখার কৌশল নিয়েছে চিন। চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছেন, “কাশ্মীরে প্রসঙ্গে আমরা আজ ফের আমাদের মুসলিম বন্ধুদের আহ্বান শুনতে পাচ্ছি। চিনও তাদের সঙ্গে সহমত পোষণ করে।”

 

প্রধানমন্ত্রী পদ হাতছাড়া ইমরান খানের! ফিরতে পারে সেনা শাসন

চিনের বিদেশমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিদেশমন্ত্রক। নয়াদিল্লি চিনকে সাফ জানিয়ে দিয়েছে, এই ধরনের মন্তব্য অপ্রয়োজনীয় এবং অপ্রত্যাশিত। তাদের মনে রাখা উচিত ভারত চিনের কোনও অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না।