TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

শারীরিক অবস্থার উন্নতি প্রাক্তন রাষ্ট্রপতির

দিল্লি, ২৯ অগাস্ট, ২০২০: আগের থেকে ভালো আছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।  মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। অস্ত্রোপচারের পর কোমায় চলে যান তিনি। নতুন করে ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। এখনও গভীর কোমায় আচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি তবে তাঁর রেনাল প্যারামিটারের কিছুটা উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে।

আরও পড়ুন এই প্রথম রাষ্ট্রপতি ভবনে বসছে না ক্রীড়া পুরস্কারের আসর

আজ আর্মি রির্সাচ অ্যান্ড রেফারেল হাসপাতালের তরফে জানানো হয় প্রণব বাবুর শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো আছে। বিশেষজ্ঞ ডাক্তাররা তাঁকে প্রতিনিয়ত নজরদারিতে রাখছেন। চিকিৎসকরা জানিয়েছেন প্রণব বাবুর রক্তচাপ, হার্ট, পালস রেট স্থিতিশীল এবং স্বাভাবিক। গত ১০ ই অগাস্ট ব্রেন সার্জারির পরই কোমায় চলে যান প্রণব মুখার্জী। সেই সময় তাঁর করোনা টেস্ট করানো হলে তার রিপোর্টও পজিটিভ আসে। পরে ফুসফুসে সংক্রমণ দেখা যায়, তখন থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এখনও ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি, তাঁর রেফাল ডিসফাংসানের চিকিৎসা চলছে।