Home দেশ এই প্রথম রাষ্ট্রপতি ভবনে বসছে না ক্রীড়া পুরস্কারের আসর

এই প্রথম রাষ্ট্রপতি ভবনে বসছে না ক্রীড়া পুরস্কারের আসর

by banganews

দিল্লি, ২৯ অগাস্ট, ২০২০: আজ জাতীয় ক্রীড়া দিবস। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন। এই প্রথমবার ভারতের রাষ্ট্রপতি ভবন হচ্ছে না ক্রীড়া পুরস্কারের অনুষ্ঠান। তবে পুরষ্কার প্রদান হবে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে, করোনা প্রকোপের কারণেই এমন ডিজিটাল বন্দোবস্ত।

আরও পড়ুন প্রয়াত ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত অভিনেতা চ্যাডউইক বোসম্যান

এই প্রথমবার একসঙ্গে পাঁচজনকে খেলরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। তার মধ্যে তিনজন মহিলা ক্রীড়াবিদ। এর আগে ২০১৬ সালে মোট চারজন খেলরত্ন পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদদের মধ্যে তিনজন ছিলেন মহিলা। পিভি সিন্ধু, সাক্ষী মালিক ও দীপা কর্মকার। আর এবার রানি রামপাল, ভিনেশ ফোগত, রোহিত শর্মা ও মনিকা বাত্রা পাচ্ছেন খেলরত্ন পুরস্কার।
তবে করোনা আক্রান্ত ভিনেশ ফোগত এই ভার্চুয়াল পুরস্কার বিতরণীতেও থাকতে পারছেন না।
সাতটি বিভাগে এবার ৭৪ জন ক্রীড়াবিদ ও কোচকে পুরস্কৃত করা হবে। তার মধ্যে ৬০ জন আজ ভার্চুয়াল সেরিমনি-তে উপস্থিত থাকতে পারবেন বলে জানা গিয়েছে।

You may also like

Leave a Reply!