TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মেট্রোয় উঠতে গেলে মানতে হবে এসব নিয়ম

কলকাতা, ৯ সেপ্টেম্বর,২০২০ঃ  আগামী ১৪ সেপ্টেম্বর থেকেই চালু হচ্ছে কলকাতা মেট্রো। করোনা আবহে যাত্রীরা কী করবেন, আর কী করবেন না, সে বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

আগেই বলা হয়েছিল স্টেশনে মিলবে না টোকেন। স্মার্ট কার্ড (Smart Card) আর ই-পাসই (Epass) টিকিট কাটার একমাত্র উপায়৷ কিন্তু নিয়ম না মেনে মেট্রোয় চড়া যাবে না। তাই দেখে নেওয়া যাক, মেট্রোয় উঠতে গেলে কী কী নিয়ম মানতেই হবে?

আরও পড়ুন Kangana update: ২০২০তে গুঁড়িয়ে গেল ১৯২০র ঐতিহ্য

• মাস্কে নাক এবং ঢেকে রাখতে হবে৷

• আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করুন।

• প্ল্যাটফর্মে প্রবেশের আগে থার্মাল গানে শরীরের তাপমাত্রা মাপা হবে৷

• মেট্রোয় ওঠার আগে প্ল্যাটফর্মে থাকা স্যানিটাইজার মেশিন থেকে হাত স্যানিটাইজ করতে হবে৷

• সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বুকিং কাউন্টার, গেট ও প্ল্যাটফর্মে ন্যূনতম ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে৷

কিন্তু এই কয়েকটি কাজ একেবারেই করা যাবে না মেট্রো পরিষেবা পেতে হলে

★ প্ল্যাটফর্মে থুতু ফেলা যাবে না।

★ জ্বর-সর্দি-কাশি থাকলে মেট্রোয় ওঠা যাবে না।

★ লিফটে তিন জনের বেশি যাত্রী উঠতে পারবেন না৷

★এস্কালেটর, সিঁড়ি বা দেওয়ালে হাত দেবেন না।