Home কলকাতা এবার অ্যাপে কলকাতা মেট্রো, মিলবে সময় সারণী, স্মাটকার্ড রিচার্জ সহ একগুচ্ছ সুবিধা

এবার অ্যাপে কলকাতা মেট্রো, মিলবে সময় সারণী, স্মাটকার্ড রিচার্জ সহ একগুচ্ছ সুবিধা

by banganews

কলকাতা, ১৬ অগাস্ট, ২০২০: ট্রেন, বাস, ট্যাক্সির মত পরিবহনের জন্য আগেই ছিল এই সুবিধা। এবার সেই সুবিধা পাবেন মেট্রো রেলের যাত্রীরাও। এবার মেট্রো অ্যাপ বানিয়ে ফেললেন কলকাতা মেট্রোরই দুই আধিকারিক। কলকাতার মেট্রো সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে এই অ্যাপে। আজ, শনিবার থেকেই গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে মেট্রোরেলের এই নতুন অ্যাপ।

কী থাকছে এই অ্যাপে?
মূলত সময় সারণী। নোয়াপাড়া থেকে কবি সুভাষ ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রেনের সময় দেওয়া আছে। সঙ্গে থাকছে প্যাসেঞ্জার সার্ভিস আপডেট, স্টেশন ইনফরমেশন, ট্রেনের সময় সারণী, ফেয়ার স্ট্রাকচার, ইনস্ট্রাকশনস ফর প্যাসেঞ্জার, সিকিউরিটি চেক, এস্ক্যালেটর ব্যবহার, লিফট ব্যবহার, প্ল্যাটফর্মে কী কী করণীয়, ট্রেনের মধ্যে কী কী করণীয়, আপৎকালীন পরিস্থিতিতে কী কী করণীয়, কী কী নিষেধ, মেট্রোয় কোন কোন জিনিস বহনে নিষেধাজ্ঞা, অপরাধ ও জরিমানা সংক্রান্ত নির্দেশিকা।থাকছে টেন্ডার প্রক্রিয়ার সমস্ত তথ্যও। গোটা দেশের রেলের বিভিন্ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দেখা যাবে এই অ্যাপ থেকে।

আরও পড়ুন স্বাস্থ্যকর্তার পদত্যাগ, করোনা টিকার উৎপাদন শুরু করল রাশিয়া

যাত্রীদের জন্য আরও একটি বিশেষ সুবিধা থাকছে এই অ্যাপে।স্মার্টকার্ড ব্যবহারকারীরা এই অ্যাপ থেকেই অনলাইন রিচার্জ করতে পারবেন।
মেট্রোর মত গুরুত্বপূূর্ণ পরিবহনে এই পরিষেবা খুবই জরুরি ছিল। এতদিনে তা বাস্তবায়িত হওয়ায় উপকৃত হবে মেট্রোযাত্রীরা।

You may also like

Leave a Reply!