TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে জনমত চাইছে ট্রাই

দিল্লি, ২১ অগাস্ট, ২০২০: ইন্টারনেটের গতি তথা ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে জনমত চাইছেন ট্রাই চেয়ারম্যান আর এস শর্মা।
লকডাউনের জেরে ক্রমশ ইন্টারনেট বা ব্রডব্যান্ডের উপর সারা দেশের নির্ভরশীলতা বাড়ছে। এখন অনেক কাজই বাড়ি থেকে সারতে হচ্ছে। আর তার জন্য অতিরিক্ত ইন্টারনেট ব্রডব্যান্ডের প্রয়োজন হচ্ছে। সে ক্ষেত্রে একটাই সমস্যা হচ্ছে, ইন্টারনেটের গতি। সেই গতি ঠিকমতো না হলে কাজে ব্যাঘাত ঘটছে।

আরও পড়ুন সুশান্ত রহস্য উন্মোচনে কোমর বেঁধে নামল সিবিআই

এই পরিস্থিতিতে ট্রাইয়ের চেয়ারম্যান আর এস শর্মা এই পরিকাঠামোর বিষয়ে প্রশ্ন তোলেন, পরিকাঠামো বিষয়ে জোর দেওয়ার কথা বলেন। এই সম্পর্কে জনমত নিতে চেয়েছে ট্রাই।
কোনও বিষয়ে সুপারিশ করার আগে জনমত জানতে ট্রাই এইরকম ‘কনসালটেশন পেপার’ প্রকাশ করে থাকে। যার ফলে সাধারণ মানুষ তাদের মতামত দিতে পারে।

আরও পড়ুন ৬০শতাংশ পর্যন্ত ছাড়ে দেদার সেল দেবে রিয়েলমি, স্মার্টফোন সহ একাধিক ডিভাইসের ছড়াছড়ি

ট্রাই-এর চেয়ারম্যান বলেন, সংযোগ বাড়লেও যদি তার সহায়ক পরিকাঠামো না থাকে, তাহলে কাজের কাজ কিছু হবে না। ট্রাই চেয়ারম্যান আর এস শর্মার অভিমত, এক্ষেত্রে যতই আধুনিক প্রযুক্তি হোক না কেন, তা যদি আমজনতার কাজে না লাগে তাহলে আর কি লাভ হল। এই পরিষেবা কে কর্মসংস্থান উৎপাদনশীলতা দক্ষতা বৃদ্ধি ইত্যাদিতে কাজে লাগাতে হবে।
তারই রেশ টেনে শর্মার বক্তব্য, জোরদার নেট পরিষেবার জন্য আরও বেশি তারযুক্ত ব্রডব্যান্ড লাইনের পরিকাঠামো দরকার।