Home দেশ দিল্লিতে গুলির লড়াই, IED সহ গ্রেপ্তার ISIS জঙ্গি

দিল্লিতে গুলির লড়াই, IED সহ গ্রেপ্তার ISIS জঙ্গি

by banganews

দিল্লি, ২২ অগাস্ট,২০২০ঃ  জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর তৎপরতায় বড়সড় নাশকতার হাত থেকে রক্ষা পেল দিল্লি।
গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেল গতকাল করোলবাগ ও ধৌলা কুয়ানের মধ্যবর্তী এলাকায় তল্লাশি শুরু করে। সেখানে জঙ্গী এবং পুলিশদের মধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয়।

আরও পড়ুন ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে জনমত চাইছে ট্রাই

ঘটনাস্থল থেকে বিধ্বংসী IED বিস্ফোরকসহ এক ISIS জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আবু ইউসুফ খান। বর্তমানে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন NSG কমান্ডোরা।

You may also like

Leave a Reply!