TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

অনলাইনে দুর্গাপুজো দিলে গায়েব করোনা, দাবি ওয়েবসাইটের

কলকাতা, ১২ সেপ্টেম্বর, ২০২০: অনলাইনে মা দুর্গার পুজো দিন। রেহাই মিলবে করোনা থেকে। অদ্ভুত এই দাবি করেছে একটি ই কমার্স সাইট। বলা বাহুল্য, এই সাইটের মাধ্যমেই পাঠানো যাবে পুজো।
শক্তিপীঠ ডিজিটাল নামে একটি ইনস্টাগ্রাম পেজ করেছে এমনই দাবি। এক দীর্ঘ পোস্টে দাবি করেছে, তাদের মাধ্যমে পাঠানো পুজোর মধ্যে দিয়ে করোনামুক্তির আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন ফিরে এলেন অরুণাচলের পাঁচ অপহৃত যুবক

তাদের আরও দাবি, “এই পুজো করলে স্বয়ং মা দুর্গা ভক্তকে এই মহামারী থেকে রক্ষা করবেন। ভয়ংকর এই ভাইরাস নিয়ে সমস্ত দুশ্চিন্তা আর ভয় দূর হবে। দুর্গা শক্তিপীঠ মায়ের অত্যন্ত শক্তিশালী পুজো। মানুষকে শক্তি ও মুক্তি প্রদান করে এই পুজো। মহামারী থেকে খোদ মা নিজের ভক্তদের রক্ষা করবে। অশুভ শক্তি দূর করতে মায়ের প্রার্থনা করো।”
তবে এই পুজো শুধু ভাইরাসই দূর করে না। ওয়েবসাইট অনুসারে, সংসারে সুখ সমৃদ্ধি আনে, শুভ শক্তির সঞ্চার করে, সব বাধাবিপত্তি দূর করে। এই পুজোর পাশাপাশি অনলাইনে পিতৃ তর্পণের ব্যবস্থাও করেছে ওয়েবসাইটটি।
পুজোর খরচা কেমন পড়বে?
ওয়েবসাইট বলছে, ২১০০ টাকার সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যোগ করে যা দাঁড়ায়, তত টাকা দিলেই করোনা থেকে মিলবে মুক্তি।