Home কলকাতা জগদ্ধাত্রী পুজোতেও প্রবেশ নিষেধ বেলুড়মঠে

জগদ্ধাত্রী পুজোতেও প্রবেশ নিষেধ বেলুড়মঠে

by banganews

বেলুড়, ২৩ নভেম্বর, ২০২০ঃ বেলুড়মঠ সারদাপীঠে শুরু হল জগদ্ধাত্রী পুজো। রবিবার অর্থাৎ অষ্টমীর দিন সন্ধ্যায় অধিবাস হয় দেবীর। আজ সারাদিন ধরেই চলবে পুজো। তিনবেলায় সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন হবে। তবে করোনা আবহে মা সারদা কক্ষেই পুজো হচ্ছে এবার। দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবছরের পুজোয়।

আরও পড়ুন ট্রোলিং এর জেরে ফেলুদা ফেরত এর ক্রেডিট কার্ড বদল

করোনা আবহে বেলুড় মঠের দুর্গাপুজোতেও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। বেলুড়মঠ কর্তৃপক্ষ ইউটিউবে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করেছিল। এবার জগদ্ধাত্রী পুজোতেও একইভাবে ইউটিউবে সম্প্রচারের আয়োজন করেছে মঠ কর্তৃপক্ষ। সকলকে অনলাইনে ইউটিউবে পুজো দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে। দীর্ঘ ৭৫ বছরের এই পুজো এইবার হচ্ছে মা সারদা পার্থনা কক্ষে। নব্বইয়ের দশক পর্যন্ত এই কক্ষেই পুজো হত। এরপর কক্ষের পাশে একটি পুজো করা হয়। করোনা আবহে ফের আবার মা সারদা পার্থনা কক্ষেই পুজো হচ্ছে এবার। নিয়ম মেনে মঙ্গলবার সন্ধ্যায় বেলুড় মঠে সারদা মায়ের ঘাটেই হবে প্রতিমা বিসর্জন।

You may also like

Leave a Reply!