TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মমতার সভায় লোক না হলে রাজনীতি ছেড়ে দেব: অনুব্রত মণ্ডল

বঙ্গ নিউস, ২৩ ডিসেম্বর, ২০২০ঃ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কয়েকজন হেভিওয়েট নেতা বিজেপিতে চলে গিয়েছেন৷ তার জন্য এতটুকুও আত্মবিশ্বাসে অভাব হয়নি বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতবে এমনটাই জানিয়েছেন তিনি৷

আরও পড়ুন কৃষক দিবসে কৃষকদের সম্মান জানালেন সমাজসেবী কুন্তল ঘোষ, তুলে দিলেন শীতবস্ত্র

তিনি জানিয়েছেন, “যত বড় ভূমিকম্পই হোক না কেন বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে 40 টির বেশি আসন পাবে না। ” অনুব্রত মণ্ডলের এই বক্তব্যের একদিন আগেই প্রশান্ত কিশোর টুইট করে বলেছিলেন “বিজেপি যাই করুক না কেন 100 টির বেশি আসন পাবে না। আর পেলে তিনি নিজের কাজ ছেড়ে দেবেন “।

প্রশান্ত কিশোরের বক্তব্যকে ভুল বলে অনুব্রত বলেন, “ও একটু বেশি বলে ফেলেছেন। বিজেপি এবার কোনমতে চল্লিশের কোঠা পার করতে পারবে না। ”

২৯ ডিসেম্বর অমিত শাহের রোড শো-কে চ্যালেঞ্জ জানিয়ে পথ সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এর পথসভায় লাখ লাখ মানুষের সমাগম হবে। এক লক্ষ বাউল শিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেদিন রাস্তায় নামবে বলে জানিয়েছেন অনুব্রত৷

আরও পড়ুন জঙ্গলমহলের জন্য আদৌ ফ্যাক্টর হবেন শুভেন্দু? প্রশ্ন দলের অন্দরেই

অমিত শাহ সভাস্থলেই কেন মমতার সভা এই প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, ” এটা ওর ঘর নাকি এটা আমার ঘর? আমি আমার ঘরে কাজ করব। বীরভূমের যে কোনও মহকুমায় অমিত শাহ জনসভা করবেন সেই সময় মমতার সভায় অনেক অনেক বেশি লোক হবে। সিউড়িতে ২ লাখ বোলপুরে আড়াই লাখ, রামপুরহাটে ৩ লক্ষ লোক হবে আর না হলে রাজনীতি ছেড়ে দেবো। “