TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কোনও চিনাকে থাকতে দেবে না দিল্লির হোটেল

এবার থেকে দিল্লির কোনও বাজেট হোটেল কিংবা গেস্টহাউজের ঘরে থাকতে দেওয়া হবে না চিনা নাগরিককে। সাম্প্রতিকের গালওয়ানে চিনা সংঘর্ষের প্রেক্ষিতে ‘বয়কট চিন’ ক্যাম্পেনের অংশ হিসেবে এই বড় সিদ্ধান্ত নিল দিল্লি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার অ্যাসোসিয়েশন। বলা বাহুল্য, সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, তাদের আওতাভুক্ত ৩ হাজার বাজেট হোটেল এবং ৭৫ হাজার গেস্টহাউজ ঘরের একটিও চিনা অতিথির জন্য বরাদ্দ করা হবে না। শুধু তাই নয়, এই হোটেল এবং গেস্টহাউজের কোথাও চিনা দ্রব্যও ব্যবহৃত হবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুন এবার কি ভারত-পাক সংঘাতের আবহ শুরু?

অ্যাসোসিয়েশনের তরফ থেকে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সকে একটি চিঠি পাঠিয়ে চিন বয়কটে তাদের পূর্ণ সমর্থন জানানো হয়েছে।
দিল্লি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মহেন্দ্র গুপ্ত বলছেন, ‘দেশের সকলেই তাঁদের নিজেদের মতো করে চিন বয়কটের সিদ্ধান্ত নিচ্ছেন। এটা আমাদের তরফ থেকে মিলিত সিদ্ধান্ত।