TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনা সংক্রমণের সাথে সাথে বাড়ানো হচ্ছে হাসপাতালের বেড

কলকাতা, ১২ অক্টোবর, ২০২০ঃ দিনে দিনে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। পাশাপাশি বাড়ানো হচ্ছে হাসপাতালের বেড। পুজোর সময় সবসময় খোলা থাকবে কন্ট্রোল রুম। নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে এবার ভার্চুয়াল পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আগামী ১৫ , ১৬ ও ১৭ ই অক্টোবর বিকেল ৫ টা থেকে উদ্বোধন করবেন তিনি। এর জন্য কলকাতাকে তিনটি জোনে ভাগ করে নেওয়া হবে।

আরও পড়ুন শহরে ফের চলবে দোতলা বাস, মঙ্গলবার উদ্বোধন

আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন করোনা সংক্রমণ বাড়ছে । মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন তিনি। পুজো কমিটিগুলোর উদ্দেশ্যে বলেছেন সতর্কতামূলক প্রচার করতে। মাস্ক ছাড়া পুজো মন্ডপে প্রবেশের অনুমতি না দিতে, প্রয়োজনে মন্ডপের প্রবেশের মুখে স্যানিটাইজার দিতে ও মাস্ক দিতে। মুখ্যসচিব আলাপণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পরিস্থিতি বিবেচনা করে কোভিড চিকিৎসার সাথে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া পুজোর সময় নবান্ন ও স্বাস্থ্যভবনে ২৪ ঘন্টার হেল্পলাইন চালু থাকবে। এর পাশাপাশি সমস্ত কোভিড হাসপাতালে ৫০ শতাংশ শয্যা বাড়ছে। পরিষেবা আরও জোরদার করতে পুজোর আগেই ২৫০০ নার্স নিয়োগ করা হবে।