TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বাংলা সিনেমা জগতে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : প্রসেনজিত চট্টোপাধ্যায়

কলকাতা, ১৫ নভেম্বর, ২০২০ঃ মনটা আজ ভারাক্রান্ত। বাঙালির অপু আর নেই। রাজনীতিবিদ থেকে চলচ্চিত্র জগতের সকলেই আজ তাঁদের প্রিয় ফেলুদাকে শেষ বারের মত শ্রদ্ধা জানাবেন। প্রসেনজিত চট্টোপাধ্যায়, একালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। তিনিও শ্রদ্ধা জানালেন স্বর্ণযুগের কিংবদন্তিকে। তাঁদের পরিচয় যে অনেকদিনের। আর সবথেকে বড় কথা একসময়ের সহ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের থেকেও তিনি তাঁর সৌমিত্র কাকু। তাঁদের পারিবারিক আত্মীয়ই। তাই আজ আর কিছুই বাধ মানছে না।

আরও পড়ুন সৌমিত্রজেঠুর কাছ থেকে লেখা শোনার অভিজ্ঞতা যার হয়েছে সে-ই জানে…

সৌমিত্র কাকুর মৃত্যুতে ভেঙে পড়েছেন প্রসেনজিত।  কতকিছু শিখেছেন মানুষটার কাছ থেকে। জীবনের একটি অধ্যায় পার করেও অভিনয়ের যে সাবলীলতা তা প্রতিদিন শেখার। সাম্প্রতিককালের শ্রেষ্ঠ ছবিগুলির মধ্যে ময়ূরাক্ষী। যেখানে প্রসেনজিত সৌমিত্র একসঙ্গে অভিনয় করেছেন। আগেও অনেক ছবি একসঙ্গে করেছেন, কিন্তু ময়ুরাক্ষী একটা মাইলস্টোন হয়ে গিয়েছে। আজ প্রসেনজিতের মন ভাল নেই। কথাও বলছেন না কারও সঙ্গে। এর মধ্যেই প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেছেন ‘ব্যক্তিগত ভাবে আমার কাছে তিনি পিতৃপ্রতিম এক ব্যক্তিত্ব। বাংলা তথা ভারতীয় ছবি ও নাটকে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’