TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

জুন ২০২১ অবধি ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা গুগলের

করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে সামাজিক দূরত্ববিধি মেনে চলতেই হবে। লকডাউনের জেরে গোটা বিশ্বজুড়েই অধিকাংশ সংস্থা শুরু করেছে ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা ৷ কর্মীদের স্বাস্থ্যের সুরক্ষার কথা ভেবে খুব প্রয়োজন ছাড়া এখন অফিসে গিয়ে কাজ করা প্রায় বন্ধই বলা যেতে পারে ৷ অফিসের গোটা প্রক্রিয়াটাই চলছে প্রত্যেকের বাড়ি বসে কাজ করার মাধ্যমে।

আরও পড়ুন :  বিমানবন্দরে ভুয়ো চাকরির নামে টাকা তুলছে একটি চক্র

বিশ্বের অন্যতম বড় সংস্থা গুগল শুধুমাত্র এই বছরটাই নয় ৷ আগামী বছর জুনের শেষ পর্যন্ত কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে ৷ মার্কিন সংবাদপত্র ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রথম এই খবর প্রকাশিত হয় ৷ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা গুগলের প্রায় ২ লক্ষ কর্মীদের জন্যই ‘ওয়ার্ক ফর্ম হোম’ ব্যবস্থা চালু করা হয়েছে ৷

আরও পড়ুন :  দেশের করোনা পরিস্থিতি

গুগলের সিইও সুন্দর পিচাই কর্মীদের ইমেল করে জানিয়েছেন, আগামী দিনের কথা ভেবেই গোটা বিশ্বজুড়েই ছড়িয়ে থাকা সংস্থার অফিসের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ ততদিন পর্যন্ত কর্মীদের অফিসে এসে কাজ করার প্রয়োজন নেই।