TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মোবাইল থেকে মিষ্টি, অক্টোবর থেকে নিয়মে এল বদল

পয়লা অক্টোবর থেকে  দেশে অনেক ক্ষেত্রেই নিয়মকানুনে এল পরিবর্তন। আসুন জেনে নিই সেই সব নতুন নিয়ম

• এখন থেকে চালক ও যাত্রীদের সুবিধায় গাড়ির রক্ষণাবেক্ষণ, ড্রাইভিং লাইসেন্স এবং ই-চালানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। গাড়ির মালিক ও চালকরা কেন্দ্রীয় সরকারের ডিজি-লকার অথবা এম-পরিবহণ ব্যবস্থায় তাঁদের যাবতীয় নথি সংরক্ষণ করতে পারেন। বৈধ লাইসেন্সের সফ্ট কপি নিয়েই রাস্তায় গাড়ি চালানো যাবে।

আরও পড়ুন আজ খুলল আলিপুর সহ রাজ্যের সব চিড়িয়াখানা

• পথ নির্দেশ পাওয়ার জন্য চালক মোবাইল ফোনের সাহায্য নিতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে চালকের মনঃসংযোগ যাতে ব্যাহত না হয়। গাড়ী চালাতে চালাতে মোবাইলে কথা বলতে না পারার নিয়ম এখনও বজায় থাকছে।

• দেশের সব বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার ২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্প চালু করে। এই প্রকল্প বিনামূল্যে এলপিজি সংযোগ পাওয়ার সুবিধা দিত৷ সেই সুবিধা আর পাওয়া যাবে না।

• বিদেশ ভ্রমণের খরচ বাড়ল অক্টোবর থেকে

• বিদেশে টাকা পাঠানোতেও কর দিতে হবে ৫%। ৭ লাখ টাকার বেশি আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে টিসিএস (ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স) লাগু হবে।

• কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারণ সংস্থা এফএসএসএআই নির্দেশ দিয়েছে এবার থেকে মিষ্টি বিক্রির সময়ে ‘বেস্ট বিফোর ইউজ’ উল্লেখ করতে হবে। অর্থাৎ, কত দিনের মধ্যে এই খাবার ব্যবহার করা যাবে তা ক্রেতাকে জানিয়ে দিতে হবে৷

• স্বাস্থ্য বিমার ক্ষেত্রে প্রিমিয়ামের খরচ বাড়বে, তেমন ১৭টি স্থায়ী অসুখকে বিমার আওতায় আনা হল।

• ‘আত্মনির্ভর ভারত’ গঠনের লক্ষ্য নিয়েছে কেন্দ্র। এর জন্য বিদেশ থেকে আমদানি কমাতে চায় সরকার। পয়লা অক্টোবর থেকে বিদেশি ওপেন সেল প্যানেল কিনলে ৫ % আমদানি শুল্ক দিতে হবে।টিভির দাম বাড়তে পারে৷

আরও পড়ুন দোষীদের শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে , নীরবতা ভেঙ্গে বললেন যোগী আদিত্যনাথ

• ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে গ্রাহক কোন পরিষেবা নেবেন আর কোনটা নেবেন না, তা ঠিক করতে পারবেন। অনলাইন লেনদেনের ক্ষেত্রেও গ্রাহকের পছন্দকেই গুরুত্ব দেওয়া হবে।

• এখন থেকে পণ্য বা পরিষেবার বিক্রয়মূল্যের সঙ্গে ১ শতাংশ টিসিএস যুক্ত করতে পারবে ই- কমার্স সংস্থা।

• এতদিন সরষের তেলে ২০ % পর্যন্ত অন্যান্য ভোজ্য তেল মেশানো যেত। কিন্তু কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারণ সংস্থা এফএসএসএআই জানিয়ে দিয়েছে, আর সেটা করতে পারবে না সরষের তেল উৎপাদকরা।