TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পদত্যাগের ইচ্ছা প্রকাশ খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খাঁনের, তবে কী আগামী দিনে দলবদলের আশঙ্কা?

পূর্ব মেদিনীপুর, ২৩ নভেম্বর, ২০২০ঃ  সামনেই একুশের নির্বাচন। তার আগে একদল থেকে অন্য দলে যোগদানের পর্ব ইতিমধ্যে জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে নন্দীগ্রাম, হলদিয়া সহ গোটা জেলা থেকে প্রায় হাজারেরও বেশি কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেছেন। এরইমধ্যে এবার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান। তিনি তার এক সাক্ষাৎকারে নিজের পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বর্তমানে খাদ্য কর্মাধ্যক্ষ থাকা অবস্থায় স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এছাড়াও বিভিন্ন সমস্যার দিক জেলা পরিষদের মিটিংয়ে তিনি আলোচনা করলেও তা সুরাহা হচ্ছে না।

আরও পড়ুন ১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ট্রেন, কি বলল রেল, জেনে নিন

তাই আগামী দিনে পদত্যাগের ইচ্ছা প্রকাশ খাদ্য কর্মাধ্যক্ষের। খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান থাকাকালীন জেলাজুড়ে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে মাঠে নেমে রেশন ব্যবস্থা পরিচালনা করতে। কোথাও কোনো অভিযোগ থাকলে সেখানে তৎক্ষণাৎ গিয়ে ব্যবস্থা নিতে দেখা গেছে কর্মাধ্যক্ষকে। সাম্প্রতিক বেশ কয়েকদিন ধরে নিম্নমানের চলা দেওয়ার অভিযোগ উঠেছিল। এই নিয়ে অভিযোগ খতিয়ে দেখার পর খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান পাঁশকুড়ার একটি কিষাণ মান্ডির ছোলা গোডাউন বাজেয়াপ্ত করেন খাদ্য কর্মাধ্যক্ষ। এইসব নিয়ে জেলা পরিষদের বৈঠকে তিনি সমগ্র বিষয়ে জানালেও কোনরকম ব্যবস্থা নিতে দেখা যায়নি কাউকে। তাই তার পক্ষে এভাবে কাজ করা সম্ভব নয় বলে তিনি নিজেই জানিয়েছেন। তবে ইতিমধ্যে দলবদল করবেন কিনা সে ব্যাপারে জল্পনা জিইয়ে রাখলেন তিনি। আগামী দিনের সময়ই কথা বলবে বলে তিনি দলবদল এর জল্পনা জিইয়ে রাখলেন