TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সোমালিয়া সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ৮

সোমালিয়া, ৮ অগাস্ট, ২০২০: ভয়াবহ বিস্ফোরণ ঘটল সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি স্টেডিয়ামের কাছে এক সামরিক ঘাঁটিতে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত ও চোদ্দ জন আহত হয়েছে। আল শাবাব এই ঘটনার দায় স্বীকার করেছে।
এই অঞ্চলের স্থানীয় বাসিন্দা হালিমা আবদিসালান একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিস্ফোরণের তীব্রতায় আমরা ভয়ে ঘরে ঢুকে পড়েছিলাম। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। তারপরেই দেখলাম সামরিক বাহিনী দ্রুত রক্তাক্ত সেনা জওয়ানদের নিয়ে যাচ্ছে। তাঁরা সবাই বেঁচে রয়েছেন কিনা জানি না।”

আরও পড়ুন দলের মধ্যেই শাড়ি বিক্রির চেষ্টা, বিতর্কে অগ্নিমিত্রা

সেনা কর্মকর্তা মেজর আবদুল্লাহি মোহামুদ বলেছেন, “দেখে মনে হচ্ছে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ। হতাহতের বিষয়টি খতিয়ে দেখছি।”
এই হামলার দায় স্বীকার করে আল শাবাব গ্রুপের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব বলেছেন: “আমরা মোগাদিসুর একটি বড় বিধর্মী সামরিক ঘাঁটিতে সফলভাবে অভিযান পরিচালনা করেছি। বহু শত্রু নিহত এবং আহত হয়েছে, সামরিক গাড়ি ধ্বংস হয়েছে।” ২০০৮ সাল থেকে আল শাবাব আন্তর্জাতিকভাবে স্বীকৃত কেন্দ্রীয় সরকারকে উৎখাত করতে নাশকতা চালিয়ে যাচ্ছে।