Home কলকাতা দলের মধ্যেই শাড়ি বিক্রির চেষ্টা, বিতর্কে অগ্নিমিত্রা

দলের মধ্যেই শাড়ি বিক্রির চেষ্টা, বিতর্কে অগ্নিমিত্রা

by banganews

কলকাতা, ৮ অগাস্ট, ২০২০: বিজেপি মহিলা মোর্চা দলে অগ্নিমিত্রা পলকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, দলের মহিলা মোর্চার নেত্রী হয়ে দলেরই সদস্যদের কাছে নিজের ডিজাইন করা পোশাক বিক্রির চেষ্টা করছেন এই ফ্যাশন ডিজাইনার।

আরও পড়ুন কোঝিকোড় দুর্ঘটনা, শোকবার্তা বলিউড তারকাদের

অভিযোগ উঠছে, দলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্ৰুপের সদস্যদের তাঁর তৈরি শাড়ি কিনতে বলেছেন অগ্নিমিত্রা। গ্রুপেই জানাচ্ছেন শাড়ির দাম। উত্তরবঙ্গের জন্য দাম ঠিক হয়েছে ৩৫০টাকা,  কলকাতা ও পার্শ্ববর্তী জেলার জন্য দাম ২৮০ টাকা।
এই শাড়িতে পদ্মফুল ডিজাইন করেছেন বিজেপি নেত্রী। রাজ্য বিজেপি অফিস থেকেই শাড়ি পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। অথচ রাজ্য নেতাদের দাবি, তাঁরা এবিষয়ে কিছুই জানেন না। প্রশ্ন উঠেছে, কার অনুমতি নিয়ে দলে শাড়ির ব্যবসা শুরু করেছেন অগ্নিমিত্রা? ইতিমধ্যেই ফোন মারফত তাঁর দেওয়া নির্দেশের কল রেকর্ড দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতাদের পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

You may also like

Leave a Reply!