কলকাতা, ৮ অগাস্ট, ২০২০: করোনা আক্রান্ত হয়েছেন নদিয়ার চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান। গত বৃহস্পতিবার পেটে ব্যথা নিয়ে কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। করোনা টেস্ট করানোর পর শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন সোমালিয়া সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ৮
পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে জ্বর আসে রুকবানুর। জ্বর থেকে সুস্থ হয়ে উঠলেও শুরু হয় অসহ্য পেটে ব্যথা। সেই ব্যথার চিকিৎসা করাতে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় ধরা পড়ে কিডনিতে স্টোন রয়েছে তাঁর। চিকিৎসকেরা অস্ত্রোপচারের প্রস্তুতি শুরু করেন। বর্তমানে যে কোনও অস্ত্রোপচারের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। সেই মতো রুকবানুরের করোনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ এলে তাঁকে হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
আরও পড়ুন করোনার কবলে বাংলাদেশ ফুটবল দল
গত কয়েকদিনে তৃণমূল বিধায়ক কাদের সংস্পর্শে এসেছিলেন তা জানার চেষ্টা চলছে। বিধায়কের পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।