TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ESI-এর টাকায় কারচুপির প্রতিবাদ করায় ছাঁটাই, উত্তাল জুটমিল

রিষড়া, ২১ ডিসেম্বর, ২০২০ঃ ঠিক মত ESI এর টাকা জমা দিচ্ছে না মিল কর্তৃপক্ষ। এর প্রতিবাদ করায় রবিবার হুগলীর রিষড়া জুটমিলের এক কর্মীকে বের করে দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে রিষড়া জুটমিল। আজ সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। কর্মবিরতির ডাক দেন তারা। জানা গেছে কয়েকদিন আগে জুটমিলের এক কর্মী ইএসআই তে চিকিৎসা করাতে গিয়ে জানতে পারেন সেই টাকা জমা পড়ছে না।

আরও পড়ুন ব্রেকিং! তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁয়ের স্ত্রী

এনিয়ে জুটমিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও সমস্যার সমাধান হয়নি। শ্রীরামপুরের ডিএলসিতে গোটা বিষয়টি জানানো হলেও কোনো লাভ হয়নি। এরই মধ্যে ইএসআইইয়ের টাকা জমা না হওয়া নিয়ে সরব হওয়ার অপরাধে এক শ্রমিককে কারখানা থেকে বার করে দেয় কর্তৃপক্ষ। এই ঘটনার প্রতিবাদে সুর চড়ায় মিলের সমস্ত কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিক ইউনিয়নের এক নেতা বলেন, “দীর্ঘদিন ধরে ইএসআই বাবদ শ্রমিকদের টাকা কাটা হলেও নির্দিষ্ট ফান্ডে তা জমা পড়েনি। সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।” আজ বিকেলে ফের ডিএলসির দপ্তরে শ্রমিক ও মালিক পক্ষ বৈঠক করবেন, সেখানেই স্থির হবে মিলের ভবিষ্যৎ।