TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পিপিই মডেলে মেডিক্যাল কলেজ তৈরিতে জোর, নির্দেশিকা কমিশনের

কলকাতা, ৭ ডিসেম্বর, ২০২০ঃ দেশে আরও বাড়াতে হবে ডাক্তারি পঠনপাঠন, এই লক্ষ্যে মেডিক্যাল কলেজ তৈরিতে জোর দিচ্ছে ন্যাশানাল মেডিক্যাল কলেজ। এই মর্মে নির্দেশিকা জারি করেছে ন্যাশানাল মেডিক্যাল কলেজ। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে সকল সরকারি বা বেসরকারি হাসপাতালগুলোতে ৩০০ র বেশী শয্যা রয়েছে সেগুলি যুক্ত করে নতুন মেডিক্যাল কলেজ তৈরি করা যেতে পারে।

আরও পড়ুন ফাইজারের পর সেরাম, বাজারে টিকা আনতে চেয়ে আবেদন

এক্ষেত্রে মেডিক্যাল পড়ুয়ারা ওই হাসপাতালের সঙ্গে যুক্ত থাকতে পারবে। তবে সম্ভাব্য মেডিক্যাল কলেজকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের মেডিক্যাল এডুকেশন সেল থেকে আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে। স্বাস্থ্য দপ্তরের এক বিভাগীয় কর্তার কথায় পিপিই মডেলে নতুন মেডিক্যাল কলেজ শুরু করতে চেয়ে আবেদন জমা পড়েছে। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এই বিষয় আলোচনা হতে পারে তবে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজগুলিকে মোটা টাকা খরচ করতে হবে। আগ্রহী মেডিক্যাল কলেজগুলিকে আগামী ১০ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে।