TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সুনামির সতর্কতা জারি করা হয়েছে৷ সোমবার রাত প্রায় ৩টে ২০ মিনিট ২৩ সেকেন্ডে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া৷  রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। ফ্লোরেস দ্বীপ থেকে উত্তর-পশ্চিমে প্রায় ১১৩ কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে কম্পনের উৎস মনে করা হচ্ছে৷

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর মধ্যেই অবস্থান ইন্দোনেশিয়ার। ফলে হামেশাই ভূমিকম্প অগ্ন্যুৎপাত হয়৷ গত এক সপ্তাহ ধরে জেগে উঠেছে আগ্নেয়াগিরি। ডিসেম্বরের শুরু থেকেই সুমেরু আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণের ফলে মারা গেছেন বহু মানুষ৷

বছরের শুরুতে ১৫ জানুয়ারি ভয়াবহ ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায়৷ সুলাওয়েসি দ্বীপে কম্পন এর  মাত্রা ছিল ৬.২। একটি হোটেল-সহ একাধিক বাড়ি ভেঙে পড়ে। প্রায় ১০০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ৩৪ জনের মৃত্যু হয়েছিল৷ কিন্তু তখন কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

 

জলের তলায় ৪০ মিনিট দমবন্ধ করে ডুবে থাকতে পারে এই প্রাণী

জুলাই মাসে ফের ৬.১ মাত্রার ভূমিকম্প হয়।  উত্তর সুলাওয়েসি দ্বীপের মালদো শহর থেকে ২৫৮ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়।

 

ইন্দোনেশিয়ায় মোট ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ২০১৮ সালে লম্বক দ্বীপে কয়েক সপ্তাহজুড়ে একাধিক ভূমিকম্প হয়।