Home বিদেশ টোকিওতে ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ৬

টোকিওতে ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ৬

by banganews

স্থানীয় সময়ে ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেঁপে উঠল টোকিয়োর পূর্ব প্রান্ত। রিখটার স্কেল জানাচ্ছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬। গেমস ভিলেজে ছিলেন টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী প্রতিযোগী, সাংবাদিকরা।  প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভব করেন বলে জানা গিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার নীচে। টোকিয়োতে বর্তমানে রয়েছেন  এক সাংবাদিক এর টুইট থেকে জানা যাচ্ছে, প্রায় তিন মিনিট মৃদু কম্পন অনুভূত হয়েছে৷ একজন লিখেছেন  ‘টোকিয়োতে ভূমিকম্প হচ্ছে। গত ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।’

জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। সুনামিরও আশঙ্কা থাকে৷  তবে জাপানের আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই বারের ভূমিকম্পে সুনামির তেমন কোন সম্ভাবনা নেই। গেমস ভিলেজ এবং বিভিন্ন স্টেডিয়াম সেই ভাবেই তৈরি করা হয়েছে যাতে ভুমিকম্পে ক্ষতি না হয়।

You may also like

Leave a Reply!