TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

প্রচারের অভাবে সবজি পচে নষ্ট হচ্ছে সুফল বাংলা স্টলে

বঙ্গ নিউস, ৩০ নভেম্বর, ২০২০ঃ  চাল, ডাল, তেল, সাবান ধুলোয় পড়ে নষ্ট হচ্ছে। সবজি পচে যাচ্ছে৷ রামপুরহাটের সুফল বাংলা স্টল এভাবেই অবহেলায় পড়ে আছে । খোলা বজারে যখন আলুর দাম বাড়তে থাকে তখন লাইন দিয়ে স্টলে আলু কিনতে আসেন ক্রেতারা । বাকি সময় ফাঁকা পড়ে থেকে থেকে এভাবেই সব সবজি বাজার নষ্ট হচ্ছে ।

আরও পড়ুন বন্দী মুক্তির দাবিতে মাওবাদী পোস্টার, চাঞ্চল্য জঙ্গলমহলে

রামপুরহাটের ধুলোডাঙা রোডের উপর সুফল বাংলা স্টলে৷ এই স্টল চালু হয়েছিল ২০১৮ সালে। স্টলের উদ্বোধন করেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত ,প্রচারের অভাবেই সুফল বাংলার এই অবস্থা বলে জানাচ্ছেন স্থানীয়রা৷

সুফল বাংলা স্টলে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল,সাবান, লবণ, বিস্কুট-সহ প্রয়োজনীয় সবরকম গেরস্থালির জিনিস পাওয়া যায়। দাম কম হওয়া সত্ত্বেও, বছরভর ফাঁকাই পড়ে থাকে স্টল।স্থানীয়রা বলছেন, তাঁরা জানেনই না এতকিছু পাওয়া যায় সুফল বাংলায়। তাঁরা শুধু জানেন, ৪৫ টাকা কেজি আলু এখানে ২৫ টাকায় পাওয়া যায়। তাই বাজারে আলুর দাম বাড়লেই ভিড় বাড়ে সুফল বাংলা স্টলে৷