Home খেলা চিকিৎসার গাফিলতিতেই কি মৃত্যু মারাদোনার? চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

চিকিৎসার গাফিলতিতেই কি মৃত্যু মারাদোনার? চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

by banganews

বঙ্গ নিউস, ৩০ নভেম্বর, ২০২০ঃ ২৫  নভেম্বর বিদায় নিয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গিয়েছেন। কিন্তু অভিযোগ তাঁর ঠিক মত চিকিৎসা হয়নি। সঠিক চিকিৎসার অভাবেই মারা গিয়েছেন মারাদোনা। এমনটাই অভিযোগ এনেছে তাঁর মেয়েরা। চলতি মাসেই মস্তিস্কে রক্তক্ষরণের জন্য হাসপাতালে ভর্তি হন মারাদোনা। তাঁর ব্যাক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লুকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয়। এরপর তিগরে শহরে নিজের বাড়িতেই চিকিৎসা চলছিল মারাদোনার৷ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক।

আরও পড়ুন প্রচারের অভাবে সবজি পচে নষ্ট হচ্ছে সুফল বাংলা স্টলে

এর আগে মারাদোনার আইনজীবী মোতিয়াস মোরলা দাবি করেছিলেন, মারাদোনা হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে প্রায় ৩০ মিনিট পর অ্যাম্বুল্যান্স আসে। মস্তিস্কে অস্ত্রোপচারের পর রিহ্যাবে রাখা হয়েছিল মারাদোনাকে। সেখানে তাঁর দেখাশোনার কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ফুটবলের রাজপুত্রের মৃত্যুতে কোনো গাফিলতী আছে কিনা সেই তথ্যপ্রমানের উদ্দেশ্যে মারাদোনার ব্যাক্তিগত চিকিৎসক লুকের বাড়িতে হাজির হয় পুলিশ। খুব শীঘ্রই তাঁকে জেরা করা হতে পারে। এই ঘটনায় ভেঙে পড়েছেন লুক নিজেও। তাঁর দাবি মারাদোনার চিকিৎসায় সব রকম ভাবে সাহায্য করেছেন। তদন্তে তিনি সহযোহিতা করতে রাজি তবে তিনি জানিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত দিয়াগোর জন্য লড়ে গিয়েছেন। লুক আরও বলেছেন দিয়াগোর পরিবারের সঙ্গে তাঁর বহুদিনের সম্পর্ক। কেউ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। মারাদোনার মেয়ে ও আইনজীবীর দাবিতে তাঁর মৃত্যু রহস্য জানতে ইচ্ছুক মারাদোনার অগনিত ভক্তরা।

You may also like

Leave a Reply!